ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বিএনপির আন্তর্জাতিক সম্পাদক অসীমের আগাম জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
বিএনপির আন্তর্জাতিক সম্পাদক অসীমের আগাম জামিন

ঢাকা: ধানমন্ডিতে পুলিশের কর্তব্যকাজে বাধাদানসহ হামলা, ভাঙচুরের মামলায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৩০ নভেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো.আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ তাকে আট সপ্তাহের আগাম জামিন দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এজাহার অনুসারে, গত ২৮ নভেম্বর রাতে নাশকতার উদ্দেশ্যে লোকজন জড়ো হওয়ার খবরে ধানমন্ডির ইয়োলে ক্যাফের সামনে পুলিশ যায়। উপস্থিতি টের পেয়ে পুলিশের ওপর হামলা চালায় আসামিরা। এ ঘটনায় ২৯ নভেম্বর মামলা করে ধানমন্ডি থানা পুলিশ।

এ মামলায় নাসির উদ্দিন অসীমকে আট সপ্তাহের এবং ৬ জনকে ছয় সপ্তাহের জামিন দেন আদালত। মেয়াদ শেষে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে।  

বাংলাদেশ সময়: ১৮০৫, নভেম্বর ৩০, ২০২২
ইএস/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।