ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

সত্যিই এবার ভীষণ গরম | ইমরুল ইউসুফ

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২১
সত্যিই এবার ভীষণ গরম | ইমরুল ইউসুফ

বোশেখ মাসে বড্ড গরম
ঘামে ভেজে জামা
ফ্যানের বাতাস গায় লাগে না
ফ্রিজের বরফ নামা।
ফ্যানটা শুধু ঘুরতে থাকে
ফন ফনা ফন ফনা
গরম বাতাস দেয় ছড়িয়ে
বুঝি সকল জনা।


তারপরও ফ্যানের নিচে বসে
থাকি সারাক্ষণা
ভাবতে থাকি ভিজিয়ে দেবে
বরফের সব কণা।
ভাবনা থেকে বরফগুলো
বাঁধলাম ফ্যানের পাখায়
সুইচ চাপতেই বরফগুলো
পড়লো খাটের ফাঁকায়।
বরফ গলে ভিজলো মেঝে
দেখে আমার কাকায়
আমাদের এমন কাণ্ড দেখে
জোরছে গলা হাঁকায়।
এমন দৃশ্য পড়লো ধরা
প্রিয়তির ছবি আঁকায়
সত্যিই এবার ভীষণ গরম
সারাদেশ ও ঢাকায়।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২১
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।