ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

জাতিসংঘের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারক বাংলাদেশের জারীফ

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২০
জাতিসংঘের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারক বাংলাদেশের জারীফ

‘দি ফিউচার ইউ ওয়ান্ট’ শীর্ষক আন্তর্জাতিক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সর্বকনিষ্ঠ বিচারক হয়েছে বাংলাদেশের খুদে চিত্রশিল্পী সাইয়েদ মুহাম্মদ জারীফ সালেহ। জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

গত ২৭ আগস্ট জাতিসংঘের ডিরেক্টর জেনারেল টাটিয়ানা ভেলোভায়া জারীফকে এই বার্তা পাঠিয়ে অভিনন্দন জানিয়েছেন। যুক্তরাষ্ট্রসহ ৮৪টি দেশের কিশোররা প্রতিযোগিতায় অংশ নেয়। তাদের বয়স ১৩ থেকে ১৫ বছরের মধ্যে।

২০১৮ সালে জাতিসংঘ এবং ২০১৯ সালে গ্যাবারন ফাউন্ডেশন আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিশ্বে প্রথম স্থান অর্জন করে জারীফ।
এছাড়া বাংলাদেশের জাতীয় শিশু দিবসে আরটিভি আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম হয় এই খুদে চিত্রশিল্পী।  

জারীফের বাবা বরিশাল মহানগর পুলিশের ডিসি (সদর দপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ এবং তার মা হচ্ছেন প্রকৌশলী নিশাত সিদ্দিক। সবার দোয়া নিয়ে এগিয়ে যেতে চায় সে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২০
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।