ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ঘরেই এবার বোশেখ | ইমরুল ইউসুফ

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২০
ঘরেই এবার বোশেখ | ইমরুল ইউসুফ

ঘরেই এবার বোশেখ উদযাপন
করার আছে কী আর
এটাই এখন বাঁচার উপায়
বলছি শোনেন ডিয়ার।

এক করোনায় সব পণ্ড
উৎসব, আচার  হর্ষ
মেলা, খেলা ঢোল-ঢুলি নেই
নিরানন্দ নববর্ষ।

ইলিশগুলো বাড়তে থাকুক
নীল সাগরের জলে
পান্তা মরিচ সিঁকায় তুলি
এই করোনার ফলে।

বিশ্বজুড়ে শুধুই এখন
কোভিড-১৯ এর ছোঁয়া
নববর্ষে সব মুছে যাক
কামনা এবং দোয়া।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।