ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বাহারি আম | খোন্দকার শাহিদুল হক

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, জুন ২, ২০১৯
বাহারি আম | খোন্দকার শাহিদুল হক আম/গ্রাফিক্স ছবি

লেংড়া-চোষা-ফজলি-গুটি ক্ষিরসাপাতি আম
সবাই জানে বউভোলানি হিমসাগরের নাম।
আম্রপালি-আশ্বিনা আর গোবিন্দভোগ চিনে
কাঁচামিঠা-হাড়িভাঙা আনতে হবে কিনে।

কলাবতী-সিঁদুরকোটা সুন্দরী-বোম্বাই
মন ছুটে যায় গুলাবখাসের সুবাস যদি পাই।
দুধসাগর ও লক্ষণভোগের অসাধারণ স্বাদ
মল্লিকা আর বাদশাভোগও যায় না যেন বাদ।


কত রকম ভোগ রয়েছে আছে আরও বারি
খেতে হবে মধুমাসে যে যতটা পারি।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জুন ০২, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।