ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বৈশাখে | শাহজাহান মোহাম্মদ

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
বৈশাখে | শাহজাহান মোহাম্মদ প্রতীকী ছবি

বৈশাখে সখীর চোখে
পাতায় পাতায় কাজল টান
বৈশাখে প্রাণের ছোঁয়া
চারিদিকে খুশির বান।

বৈশাখে উদাস ভূমি
জলশূন্য নদীর চর
বৈশাখে উজান ভাটি
বাবুই পাখির সুখের ঘর।

বৈশাখে উথাল পাথাল
পাগলা হাওয়ার কোলাহল
বৈশাখে আকাশ জুড়ে
গোমড়া মুখে মেঘের দল।

বৈশাখে মেলায় মেলায়
এক তারাতে বাউল গান
বৈশাখে মুড়ি-মুড়কি
নানি দাদির মিষ্টি পান।

বৈশাখে হৃদয়ে হৃদয়
ভালোবাসার স্বপ্ন ভিড়
বৈশাখে শপথ নিলাম
গড়বো মোরা সুখের নীড়।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।