ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

পহেলা বৈশাখে প্রকাশিত হচ্ছে মাসিক ‘ইকরিমিকরি’

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
পহেলা বৈশাখে প্রকাশিত হচ্ছে মাসিক ‘ইকরিমিকরি’

ঢাকা: পহেলা বৈশাখে (১৪ এপ্রিল) প্রকাশিত হচ্ছে ছোটদের (বয়স ৩-১৪) পত্রিকা মাসিক ‘ইকরিমিকরি’। 

পত্রিকার এ ‘বৈশাখ সংখ্যা ১৪২৬’-তে লিখেছেন আব্দুল্লাহ আবু সায়ীদ, রফিকুন নবী, শাহাবুদ্দিন আহমেদ, ইমদাদুল হক মিলন, সুকুমার বড়ুয়া, আহসান হাবীব, তুষার আব্দুল্লাহর মতো লেখকেরা।

ইকরিমিকরি তিন বছর ধরে পঞ্চাশটির বেশি কেবল ছোটদের উপযোগী রঙিন বই বের করেছে।

বইগুলো যে শুধু ছোটরাই পছন্দ করেছে তা নয়, বড়রাও ভালোবেসে ফেলেছেন।  

শিশুদের মানসিক বিকাশে সৃজনশীলতা চর্চার চেয়ে গুরুত্বপূর্ণ আর কী হতে পারে? সেজন্য অংশগ্রহণমূলক একটি পত্রিকার কথা ভেবেছে ইকরিমিকরি। প্রতিমাসে যদি অনেক রকম ছবি, গল্প, ছড়া, কার্টুন, কমিকস, পাতায় পাতায় সৃজনশীল চর্চা, আর মজার সব কাণ্ডকারখানা ঘটানো যায় সবাই মিলে, মন্দ কী! এ রকম ভাবনা থেকে ইকরিমিকরি পত্রিকার জন্ম।  

ইকরিমিকরি ছোটদের পত্রিকা। ভালো, মন্দ, ইচ্ছা, অনিচ্ছা, অভিযোগ, স্বপ্ন মন খুলে তারা শেয়ার করবে; গল্পে ছড়ায়, যেকোন মাধ্যমে এঁকে, মন যা চায় তা বানিয়ে। অংশগ্রহণ করবে পত্রিকার পাতায় পাতায়। পড়ার চাপের বাইরে আনন্দের এক স্বপ্ন রাজ্য গড়ে উঠবে তাদের। ৯৬ পৃষ্ঠার ইকরিমিকরি পাওয়া যাবে ১০০ টাকায়।

অর্ডার করতে- ফোন করা যাবে ০১৮১৭৫৪৮১৯১, ০১৭২৭৬৫৬৫৪৯, ০১৬১৭০৭২৩৭৩ নম্বরে।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।