ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

মধ্যরাতেও সূর্য আলো দেয় যে দেশে 

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪১ ঘণ্টা, মার্চ ৯, ২০১৯
মধ্যরাতেও সূর্য আলো দেয় যে দেশে  মধ্যরাতে সূর্যের আলো দেখতে পর্যটকদের ভিড়

শুনতে অবাক লাগলেও ঘটনা কিন্তু সত্যি। সাধারণভাবে আমরা দিনেই কেবল সূর্যের আলোর কথা ভাবতে পারি। কিন্তু পৃথিবীতে এমন দেশও রয়েছে যেখানে সূর্য মধ্যরাতেও আলো ছড়ায়। যাকে বলা হয় নিশীথ সূর্য।

এই নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। অবশ্য স্ক্যান্ডিনেভিয়ান দেশ সুইডেন, ফিনল্যান্ডেও কদাচিৎ এমনটি দেখা যায়।

মধ্যরাতে সূর্যের আলো দেখতে পর্যটকদের ভিড়নরওয়েসহ স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে মে মাসের মাঝামাঝি সময় থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত সূর্য কখনই অস্ত যায় না। ফলে রাতের সময়ে অন্ধকারের পরিবর্তে গোধূলির ম্লান আলো থাকে রাতজুড়ে।  

এই অঞ্চলের উত্তরাংমে প্রায় দুই মাস এ অবস্থা বিরাজ করে। আরও মজার ব্যাপার শীতের দু’মাস সূর্য মোটে ওঠেই না।

মধ্যরাতে সূর্যের আলো দেখতে পর্যটকদের ভিড়প্রতিবছর হাজার হাজার পর্যটক মহাজাগতিক এ অদ্ভুত দৃশ্য দেখতে ভিড় জমান স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে, বিশেষ করে নরওয়েতে। আর প্রকৃত মধ্যরাতের সূর্য দেখা যায় ২১ জুন।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।