ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

পাখির ভালোবাসা | পলাশ বসু

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
পাখির ভালোবাসা | পলাশ বসু পাখির ভালোবাসা

ডিমগুলো পাড়লো মা  
বাবা দিলো ওম;
ফুটফুটে সব বাচ্চা হলো 
বারে সেদিন সোম।

খিদে পেলেই বাচ্চাগুলো
করছে শুধু হাঁ;
মুখের ভেতর খাবার তখন
দিচ্ছে পুরে মা।

বাবার আদর মায়ের স্নেহে
দারুণ খুশি তারা;
চিঁ চিঁ চিঁ তাদের ডাকে
হচ্ছি পাগলপারা।

বড় হয়ে উড়লো তারা
দূর আকাশের পানে;
চিঁ চিঁ চিঁ ডাক তাদের 
শুনছি তবু কানে।

বাংলাদেশ সময়: ০৬০৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।