ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ইচ্ছেটা | তানজিদা পাপড়ি

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
ইচ্ছেটা | তানজিদা পাপড়ি ইচ্ছেটা

ইচ্ছেঘুড়ি ঘুরে বেড়ায়
ইচ্ছে মতো ঘাটে,
ইচ্ছেটা তার এমন আজব-
সকালটা হয় আটে!

নিত্য দিনই ইচ্ছেঘুড়ি
ঘুরিয়ে তার নাটাই,
চমক দেয়, ঠমক দেয়
বাংলানিউজ পাতায়।

মনটার তাই ইচ্ছে করে,
ঘুরে ফিরে বারে বার,
সুন্দরের এই সমারোহে-
পাতায় যেতে ইচ্ছেঘুড়ির।

ছন্দে গড়া, আনন্দে ভরা
আহা এমন চমৎকার!
পড়লে শুধু চাইবে সবাই 
পড়তে যে বারংবার।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।