ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ছিঁচকাঁদুনে | খোন্দকার শাহিদুল হক

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
ছিঁচকাঁদুনে | খোন্দকার শাহিদুল হক ছিঁচকাঁদুনে খুকির পুতুল

খুকির পুতুল ছিঁচকাঁদুনে
অল্প কথায় ঠোঁট ফুলোয়
রাগলে আবার বুঝতে পেরে
প্যানপ্যানিয়ে মন ভুলোয়।

লম্বা চুলে বাঁধবে ঝুঁটি
ঠোঁটদুটো তার রাঙা চাই
এমন যুগেও নূপুর বেঁধে
দিতেই হবে আলতা পায়।
 
বইগুলো সব নিতেই হবে
বইয়ের ভারে পিঠ কুঁজো
বই টেনে যে লাভ হবে না
নেইকো বুঝি সেই বুঝও।


 
রাঁধতে গেলেই কাঁদবে শুধু
মিছামিছি চোখ ডলে
কথায় কথায় বলবে আরও
মণ্ডা খেতে মন বলে।
 
ঝুমঝুমিটা রাগ করে সে
আর নেবে না হাত তুলে
ছিঁচকাঁদুনে খুকির পুতুল
পড়লে সবই যায় ভুলে।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।