ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

কাশের দোলায় | খোন্দকার শাহিদুল হক

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
কাশের দোলায় | খোন্দকার শাহিদুল হক কাশের দোলায়

মেঘের ভেলায় শরৎ এসে
নদীর দুকূল আলতো ঘেঁষে
বললো কি না আমায় শেষে
এই যে ছেলে এসো,

শরৎকালের দৃশ্যগুলো
দেখতে যেন নরম তুলো
সঙ্গে নানান থাকবে ফুলও
একটু ভালোবেসো।

আমি শুনে বলছি তাকে
এসব ছবি শিল্পী আঁকে
হাজার নদীর বাঁকে বাঁকে
শরৎ যখন আসে
সে কিনা সেই কথা শুনে
ঘাসের উপর শিশির বুনে
দেয় ছড়িয়ে শিউলি গুনে
আমার আশে পাশে।

তারপরে কি করলো জানো
দাঁড়টেনে সে ধরলো গানও
মুগ্ধ হলো আমার কানও
ভাটিয়ালির সুরে
অশ্বিনী এক তারার সাথে
হাত রেখে সে হাতে হাতে
ঘুরলো দুজন গভীর রাতে
দেখলো এ দেশ ঘুরে।
কী অপরূর রূপের মায়ায়
শরৎ আসে কাশের ছায়ায়
হৃদয় নাচায় মিষ্টি হাওয়ায়
ভাদ্র-আশ্বিন মাসে
তারপরে সে বিদায় বেলায়
রেখে যাবে রঙের খেলায়
প্রেম-বিরহ আড়ং মেলায়
আবার পরবাসে।

ইচ্ছেঘুড়ি
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।