আলো বুকে জ্বলে নেভে
আমার খেলার সাথী,
বন্ধু জোনাক খেলতে আসে
জ্বালিয়ে রোজ বাতি।
বন্ধু আমার বয়ে চলা
একটি উদাস নদী,
এই নদীটা জাগায় বুকে
কাব্য নিরবধি!
ইচ্ছেঘুড়ি
বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৭
এএ ।
বন্ধু আমার হলদে ফড়িং
সবুজ মাঠের পাখি,
ছন্দ রঙে ছড়ার খাতায়
তারই ছবি আঁকি।
আলো বুকে জ্বলে নেভে
আমার খেলার সাথী,
বন্ধু জোনাক খেলতে আসে
জ্বালিয়ে রোজ বাতি।
বন্ধু আমার বয়ে চলা
একটি উদাস নদী,
এই নদীটা জাগায় বুকে
কাব্য নিরবধি!
ইচ্ছেঘুড়ি