ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

রহস্য দ্বীপ (পর্ব-৪৫)

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, জুলাই ২, ২০১৭
রহস্য দ্বীপ (পর্ব-৪৫) রহস্য দ্বীপ

[পূর্বপ্রকাশের পর]
ওরা আমাদের সৈকতটা খুঁজে পেয়েছে, জ্যাক ফিসফিস করে বলে।
নৌকাটা টেনে ভেতরে নিয়ে যাও, একটা নারীকণ্ঠ। এখানে বসে আমরা খাবার খাব। জায়গাটা খুব সুন্দর!
সৈকতের দিকে কিছুদূর নৌকা টেনে আনার শব্দ পাওয়া যায়। তারপর আনন্দযাত্রীদের সবাই নেমে আসে।

আমি গ্রামোফোনটা নিচ্ছি, কেউ একজন বলে। তুমি খাবারের জিনিসপত্র নাও, এডি।



তোমার কি মনে হয় এর আগে কেউ কখনও এই দ্বীপে এসেছিল? একটা পুরুষকণ্ঠ বলে।

না! অন্য একজন জবাব দেয়। চারদিক একেবারে জনমানব শূন্য। এখানে কখনই কেউ আসেনি। আমার তাই মনে হচ্ছে।

বাচ্চা তিনটি গুটি মেরে ফার্নের ঝোপের ভেতর থেকে শুনতে থাকে। পর্যটকরা তাদের খাবার ঠিকঠাক করছে। গুহার ভেতর থেকে একটা মুরগি কক্ কক্ করে তীব্র স্বরে চেঁচাতে শুরু করে। নোরা ভাবে সেটা একটা ডিম পেড়েছে।

শব্দটা শুনতে পাচ্ছ? পর্যটকদের একজন বলে। মুরগির শব্দ বলে মনে হচ্ছে!

রহস্য দ্বীপবাজে বোকো না, এডি, তাচ্ছিল্যের স্বরে একটা নারীকণ্ঠ বলে ওঠে। এমন একটা দ্বীপে মুরগি কোথা থেকে আসবে, আমার মনে হয় ওটা কোনো ব্ল্যাকবার্ড বা অন্যকিছু হবে।

জ্যাক ফিক ফিক করে হেসে ওঠে। একটা মুরগির কক্ কক্ ডাককে ব্ল্যাকবার্ডের সুরেলা গানের সঙ্গে গুলিয়ে ফেলা হচ্ছে দেখে তার খুব হাসি পায়।

লবণটা এগিয়ে দাও, কেউ একজন বলে। ধন্যবাদ। আমি বলছি! কি সুন্দর ছোট্ট একটা দ্বীপ! অজানা আর রহস্যময়। খাবার পর ঘুরে দেখলে কেমন হয়?

এটা একটা ভালো আইডিয়া, এডিকে বলতে শোনা যায়। আমরা ঘুরতে বের হবো!

বাচ্চারা ভয়ে একে অন্যের দিকে তাকায়। বেড়াতে আসারা এই একটি কাজ করবে না বলেই ওরা সবাই আশা করছিল!
মাইক কোথায়, ধারণা করতে পারো? খুব নিচু স্বরে, পেগি বলে। তোমার কি মনে হয় ও আমাদের নৌকাটার ভেতর লুকিয়ে রয়েছে?

আমি তাই চাইছি, ফিসফিস স্বরে জ্যাক বলে। ওকে নিয়ে চিন্তা কোরো না। ও নিজের দেখাশোনা নিজেই করতে পারবে।
ওহ্, খোদা! ওখানে ডেইজিও হাম্বা ডাক ডাকতে শুরু করেছে! হাম্বা ডাকটা ওর কানে আসতেই, পেগি আর্তনাদ করে ওঠে। গাভীটা জানে এটা ওর দুধ দোয়াবার সময়।

চলবে....

ইচ্ছেঘুড়ি

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জুলাই ০২, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।