ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

মনের মতন পৃথিবী | নাজিয়া ফেরদৌস

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, মে ৩, ২০১৭
মনের মতন পৃথিবী | নাজিয়া ফেরদৌস মনের মতন পৃথিবী

ঘুমোতে যখন যাই প্রতিদিন রাতে
স্বপ্ন দুচোখে আসে নেমে।
মাঝ পথে যাই তবু থেমে।
কি যেন কি নেই একসাথে।

আদর আর মায়া নেই, নেই ভালোবাসা
কষ্ট, দুঃখ ভরা ঘর।
সব যেন হয়েছে পর।


নেই কারো বুক ভরা আশা।

দূর করে সব শোক, সব জ্বালাতন
মানুষের মুখে দেবো হাসি।
বলবো মানুষে ভালোবাসি।
পৃথিবীটা হয়ে যাবে মনের মতন।

ইচ্ছেঘুড়িতে লেখা পাঠান এই মেইলে: [email protected]

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।