ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

মস্ত খোলা মাঠ | রানা কুমার সিংহ

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
মস্ত খোলা মাঠ | রানা কুমার সিংহ মস্ত খোলা মাঠ

বাড়ির ধারে ছিলো তখন মস্ত খোলা মাঠ
রবিবারে বসতো জমাট প্রতি সপ্তার হাট।
অঘ্রাণে ওই মাঠের বুকে ধান শুকানোর ধুম
সেই সুবাসে উড়ে যেতো সকল চোখের ঘুম।

মাঠের পাশে কলকলিয়ে বইতো সরু খাল
টেংরা পুঁটির শত্রু ছিলো বড়শি এবং জাল।
মাঠে যেতাম খালি পায়ে আহা কী সেই সুখ
বট গাছেরই ভূতের কথায় কাঁপতো ভয়ে বুক।


সন্ধ্যা এলে মাঠের মায়া টানতো কাছে খুব
দুপুর বেলা ব্যস্ত খালে দিতাম কতো ডুব।
কিশোর বেলা মাঠটি ছিলো বন্ধু প্রিয় তাই
এই বেলাতেও মধুর স্মৃতিচারণ করে যাই।
মাঠটি এখন নেইতো মাঠ আর দালানকোঠা ঘর
চোখের দেখায় আবাল স্মৃতি হয়েই গেলো পর।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।