ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতি কবে, কীভাবে চালু হয়?

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতি কবে, কীভাবে চালু হয়? প্রথমদিকের একটি কিন্ডারগার্টেন স্কুল/ছবি: সংগৃহীত

কিন্ডারগার্টেন এখনকার জনপ্রিয় শিক্ষা পদ্ধতি। প্রাইমারি পর্যায়ের এ প্রতিষ্ঠানে হয় শিশুদের হাতেখড়ি। সরকারি প্রাইমারি স্কুলে যেসব শিশু পড়ে না, তাদের কাছে এটি বেশি জনপ্রিয়।

এ শিক্ষা পদ্ধতির পেছনে বড় ভূমিকা রেখেছিল ইংল্যান্ডের শিল্প বিপ্লব। শিশুশ্রম এসময় বন্ধ হয়ে যায়।

কারখানায় কর্মরত শ্রমিকদের সন্তানের জন্য স্কটল্যান্ডের ল্যানার্কে একটি স্কুল প্রতিষ্ঠিত হয় ১৮১৬ সালে। রবার্ট ওয়েন নামে এক ব্যক্তি ছিলেন এর প্রতিষ্ঠাতা।

শিশুদের যথেষ্ট স্বাধীনতা দিয়ে তাদের মানসিক বিকাশে গুরুত্বারোপ করা হতো এ স্কুলে। ১৮৩৮ সালে সুইজারল্যান্ডের পেস্টালোজা উন্নত পদ্ধতিতে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য হোম অ্যান্ড কলোনিয়াল স্কুল সোসাইটি প্রতিষ্ঠা করেন।

পরে খেলার মাধ্যমে শিশুদের মানসিক প্রশিক্ষণের জন্য জার্মানির এফ ফোবেল ক্লাঙ্কেনবার্গে একটি স্কুল খোলেন। তিনি এর নাম দেন কিন্ডারগার্টেন। পরবর্তীতে এ শিক্ষা পদ্ধতি বিশ্বের বহুদেশে চালু হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।