ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ঈদ এ‌সে‌ছে | মো. মোসা‌দ্দেক হো‌সেন

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, জুলাই ৬, ২০১৬
ঈদ এ‌সে‌ছে | মো. মোসা‌দ্দেক হো‌সেন

ঈদ এ‌সে‌ছে ঈদ এ‌সে‌ছে
খু‌শি খোকন সোনা
নতুন জমা নত‌‍ুন জুতা
খু‌কির স্বপ্ন বোনা।
আকাশ মা‌ঝে চাঁদটা কোথায়
চল‌ছে চাঁ‌দের খোঁজ
নানির বা‌ড়ি দাওয়াত এ‌লো
রাত দুপু‌রে ভোজ।


‌মেহদি হা‌তে রাঙা লা‌লে
আকাঁ আল্পনা‌তে
ফোকলা দাঁতে খিল‌খি‌লি‌য়ে
খু‌কি হাসে রা‌তে।
লাচ্ছা-‌সেমাই পা‌য়েস-‌পিঠা
কত কিছুর বাহার
ঈদ সেলা‌মি উঠ‌বে এবার
শত হ‌তে হাজার।
রাত পোহা‌লেই খু‌শির ঈদ
খু‌শি সবার মা‌ঝে
নতুন নতুন স্বপ্নগু‌লো
আপন রূ‌পে সা‌জে।
পটকা ফোটে ঈ‌দের গা‌নে
জটলা বাঁ‌ধে তাই
সবার মা‌ঝে ছড়াক খু‌শি
ভাগ ক‌রে নেই ভাই।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।