ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

দুধে-ভাতে ছোট্ট সোনা | সৈয়দ ইফতেখার আলম

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
দুধে-ভাতে ছোট্ট সোনা | সৈয়দ ইফতেখার আলম

আজকে দেখি হাট-বাজারে
অনেক ফলের মেলা
মধুর দিনে এটাই দারুণ
এটাই মজার বেলা।

বর্ষা-গরমে জমছে আরও
ভীষণ লাগে সুখ
জসীমউদ্দীন কবির মতো
জামে মাখা মুখ!

অনেকে আছো ছোট্ট-মনি
তাদের প্রতি বলি
গাছ-পালা-ফল-ফলাদি
এতেই ধন্য হলি!

যতদিন এই মিষ্টি মধু
চারপাশে বয়ে রবে
ততদিন যেন দুধে-ভাতে
ছোট্ট-সোনাই রবে।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।