ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ভ্যাপসা গরম | মো. মোসাদ্দেক হোসেন

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
ভ্যাপসা গরম | মো. মোসাদ্দেক হোসেন

গর জুড়ে ভ্যাপসা গরম
রোদের সে কি তেজ
শুকিয়ে গেছে পুকুর-নদী
পাম্প শিনে সেচ।
ধূলায় মলিন পথে ঘাটে
‌জাম লিচু আম
বৃ‌ষ্টি নেই গরম শুধু
গ্রীষ্ম যে তার নাম।


আতা ফ‌লের রং ধ‌রে‌ছে
রং ধ‌রে‌ছে লিচু
সা‌থে সা‌থে গরম ব্যাটায়
‌নি‌য়ে‌ছে যে পিছু।
‌খোকন সোনার আবদা‌রেতে
বাবা তরমুজ কে‌নে,
কাঠফাঁটা সেই রো‌দের তে‌জে
গরম রা‌তে দি‌নে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।