ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বোশেখের ছড়া | লুৎফুর রহমান

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
বোশেখের ছড়া | লুৎফুর রহমান

স্বরবর্ণের বোশেখ

বোশেখ মেলায় গেলো সেদিন
দাদুর সাথে 'অ'
'আ' এসে বল্লো আমার
কী এনেছো?

কান্না করে ওসব শোনে
স্বরবর্ণের 'ই'
তালপাতার ওই বাঁশি দেখো
ভাইয়া এনেছি।

কোথায় আছো, সামনে এসো
ছোট্টমণি 'ঔ'
মেলা থেকে আনছি কিনে
টুকটুকে এক বউ।


ডুগডুগি

বৈশাখেতে ঢোলের সাথে
বাজতে থাকে ডুগডুগি
বাজবে এমন বাংলাদেশে
এক মহাকাল যুগ-যুগ ই।

ঘুড়ুৎ ঘুড়ুৎ মেঘের ডাকে
পাপ ধুঁয়েছে বৈশাখে
পাতার নাচন নাচছে পাখি
নাচছে আরো ওই শাখে।

মেলায় থাকে নাগরদোলা
ফুলপাখিদের হর্ষ যে
বলবে সবাই দুঃখ ভুলে
শুভ নববর্ষ যে।


বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।