ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ইকেবানা বানাতে পারো?

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৬
ইকেবানা বানাতে পারো?

ঢাকা: বন্ধুরা, ইকেবানা বানাতে পারো? ইকেবানা হচ্ছে জাপানিজ ফুল সাজানোর একটি পদ্ধতি। নান্দনিক এ শিল্পটি এখন থেকে প্রায় পাঁচশো বছরেরও বেশি পুরোনো।



সাধারণত আমারা ফুলদানিতে যেভাবে ফুল সাজাই ইকেবানা তার চেয়ে একদমই ভিন্ন। ইকেবানায় ফুলের আকার, গড়ন ও পরিমাপের ওপর গুরুত্ব দেওয়া হয়। তাহলে চলো শিখে নিই ইকেবানা বানানোর পদ্ধতি-

যা যা লাগবে
•    তলা সমান এমন কোনো পাত্র। সিরামিক বা মাটির হতে পারে
•    ইকেবানা পিন ফ্রগ বা ফ্লাওয়ার পিন (কিঞ্জান)
•    পানি
•    লবণ
•    কাঁচি

ফুল ও পাতা
আগেই বলা হয়েছে, ইকেবানা পদ্ধতিতে ফুল সাজানোর ক্ষেত্রে পরিমাপটা খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে তিনটি পরিমাপের ফুল বা পাতার স্টিক বাছাই করতে হবে। প্রথম স্টিকটি সবচেয়ে লম্বা হবে, দ্বিতীয় স্টিকটি হবে প্রথমটির ৩/৪ ভাগ ও সর্বশেষটি হবে দ্বিতীয়টির ৩/৪ ভাগ।

চলো বানাই
•     প্রথমে ইকেবানার পাত্রে দেড় ইঞ্চি পরিমাণ পানি নাও। পাত্রটি যদি গোল হয় তাহলে মনে করো এটি একটি দেয়াল ঘড়ি। দেয়াল ঘড়ির সাতের ঘর আন্দাজ করে পাত্রে পিন ফ্রগ বসাও।
•    এবার ফুল-পাতার স্টিকগুলো বড়, মাঝারি ও ছোট আকারে কাটতে হবে। ফুল-পাতা বা ডালের নিচের অংশ কাটার সময় অবশ্যই পানির ভেতর রেখে কাটবে। কাটার পর স্টিকগুলোর কাটা অংশে লবণ মেখে দাও। এতে ব্যাকটেরিয়া সহজে আক্রমণ করবে না ও বেশ কয়েকদিন ফুল তাজা থাকবে।  
•    শুরুতে বামদিক থেকে ১০-৩০ ডিগ্রি কোণে সবচেয়ে বড় ফুলের স্টিক পিন ফ্রগের সঙ্গে গেঁথে দাও। একই দিকে দ্বিতীয় স্টিকটি ৪০-৪৫ ডিগ্রি কোণে গেঁথে নাও। এরপর ডানদিকে ৭০-৭৫ ডিগ্রি কোণে সবচেয়ে ছোট স্টিকটি গেঁথে ফেলো। মোটামুটি কাজ শেষ। এবার সৌন্দর্যের জন্য আকার অনুযায়ী ফুল বা পাতা লাগাতে পারো, এগুলো অর্নামেন্টাল। নিশ্চিত হও যেনো ফুল ও পাতায় পিন ফ্রগটি ঢেকে যায়।

এটি ইকেবানা তৈরির বেসিক কৌশল। এছাড়াও নান্দনিক ‌ইকেবানার আরও অনেক স্টাইল রয়েছে। ইকেবানার পাত্রও বিভিন্ন রকম ও আকারের হতে পারে।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৬
এসএমএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।