ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

সত্যবাদী

মূল: আফিকার লোককাহিনী-ভাষান্তর: সানজিদা সামরিন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
সত্যবাদী

অনেক আগে এক গ্রামে মামাদ নামে এক লোক বাস করতো। সে ছিলো ভারী বুদ্ধিমান।

কখনও মিথ্যা বলতো না। গ্রামের সবাই তাকে সৎ বলেই জানতো। মুখে মুখে তার নাম ছড়িয়ে পড়লো পুরো গাঁয়ে, রাজার কানও এড়ালো না।

লোকমুখে গুণগান শুনে একবার রাজা মামাদকে ডেকে পাঠালেন।


রাজামশাই বললেন, মামাদ সত্যিই তুমি মিথ্যা বলো না?
মামাদের সহজ উত্তর, জ্বি সত্যি।
- কখনও কোনো অবস্থাতেই মিথ্যা বলবে না এ ব্যাপারে নিশ্চিত তুমি?
- আমি নিশ্চিত রাজামশাই।
- ঠিক আছে। সত্য বলো ভালো কথা। তবে সাবধান, মিথ্যা এতোই ভয়াবহ যা যেকোনো সময় তোমার ঠোঁটকে বশ করতে পারে। মনে রাখবে কথাটা।
- আজ্ঞে মহারাজ।

মামাদ রাজপ্রাসাদ থেকে ফিরে এলো। কিছুদিন বাদে ফের তাকে ডেকে পাঠালেন রাজা।

রাজা বললেন, মামাদ শোনো, আমি শিকারে যাচ্ছি। তোমারও একটা দায়িত্ব আছে। আমার গ্রীষ্মকালীন প্রাসাদে গিয়ে রানিকে বলবে, আমি আজ দুপুরে তার সঙ্গে খাবো। সে যেনো পরিপাটি করে ভোজের ব্যবস্থা করে।


মামাদ রাজাকে কুর্নিশ করে রানির কাছে যাওয়ার জন্য রওনা দিলো। তখন রাজা চুপিচুপি হেসে সঙ্গীদের বললেন, আমরা শিকারে যাবো না। এখন মামাদ রানিকে যে খবর দেবে তা মিথ্যা প্রমাণিত হবে। আর কাল থেকে লোকে তাকে মিথ্যাবাদী বলে জানবে।

কিন্তু রাজা তো আর জানে না মামাদ কতো বুদ্ধিমান। সে প্রাসাদে গিয়ে রানীকে বললো, রানি মা, রাজামশাই সম্ভবত দুপুরে আপনার সঙ্গে খাবেন। তিনি আসতেও পারেন, নাও আসতে পারেন। আপনাকে ভোজের আয়োজন করতে হতেও পারে, নাও হতে পারে।

- ‘তুমি ঠিক করে বলো মামাদ, উনি আসবেন কী আসবেন না?’, রানি বললেন।
- আমি জানি না রানিমা উনি নিশ্চিত আসবেন কিনা। এটাও জানি না, আমি চলে আসার পর রাজামশাই শিকারে রওনা হয়েছেন কিনা।
 
পরদিন রাজা রানির প্রাসাদে এলেন। হুংকার ছেড়ে বললেন,
আমি জানতাম মামাদ মিথ্যাবাদী। আমি মাত্র জানলাম, কাল সে তোমাকে এসে মিথ্যে সংবাদ দিয়েছে। বলেছে, আমি এখানে এসে দুপুরে খাবো। তোমার ভোগান্তির জন্য আমি দুঃখিত রানি।


রানি বললেন, মামাদ আমাকে নিশ্চিত করে কিছুই বলেনি। বলেছে, আপনি আসতেও পারেন, নাও আসতে পারেন।
 
গতকাল মামাদ যা যা বলেছিলো সেসব কথা রাজাকে খুলে বললেন রানি। রাজা উপলব্ধি করলেন, বুদ্ধিমান লোকেরা কখনও মিথ্যা বলে না।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
এসএমএন/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।