ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

একুশের ভাস্কর্য: জননী ও গর্বিত বর্ণমালা

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
একুশের ভাস্কর্য: জননী ও গর্বিত বর্ণমালা ছবি: সংগৃহীত

একুশ আমাদের অহংকার, গৌরব। বাংলার ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিবস ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

তাই একুশের চেতনা জাগ্রত করতে এবং তরুণ প্রজন্মকে দিনটির তাৎপর্য সম্পর্কে সচেতন করতে নির্মিত হয়েছে বেশ কিছু ভাস্কর্য।

এই ভাস্কর্যগুলো আমাদের ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল স্মৃতিকে ধারণ করে। এগুলোর মধ্যে একটি ‘জননী ও গর্বিত বর্ণমালা’।

ঢাকার পরিবাগে নির্মাণ করা হয়েছে একুশের এ ভাস্কর্যটি। এটির নকশা করেছেন শিল্পী মৃণাল হক। এ বছর ২০ ফেব্রুয়ারি ভাস্কর্যটি উদ্বোধন করা হয়।

জননী ও গর্বিত বর্ণমালা ভাস্কর্যে দেখা যায় একজন মা তার মৃত সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন। তার সামনে একটি সবুজ বৃত্তে ছড়িয়ে-ছিটিয়ে আছে কয়েকটি বাংলা বর্ণ। পেছনে লাল বৃত্তে রয়েছে ‘২১’ এবং ‘ব  ও ‘ক’।

আমাদের ভাষা আন্দোলনের ইতিহাসটা শুধু গৌরবময় নয়, এই ইতিহাস করুণ, ত্যাগের ইতিহাস। সেকথাই বারবার স্মরণ করিয়ে দেয় জননী ও গর্বিত বর্ণমালা।

**একুশের ভাস্কর্য: মোদের গরব

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।