ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ভিন্ন ওরা ‍| হাসান নয়ন

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
ভিন্ন ওরা ‍| হাসান নয়ন

ভয় ছিল সেই আঁধার ঘনা
কৃষ্ণ বিটপী পত্রে
দলবেঁধে সব আঁধারগুলো
জমেছিল যত্র তত্রে

ফুলগুলো যেন ভূত সেজেছিল
ভয় দেখানোর নেশায়
গাছের ডালের পাখিটিও হেথা
ভিন্ন ছিল পেশায়

শিয়ালগুলো ডাকছিলো বনে
ভয় দেখানোর জন্য
জোনাকিও হেরিকেন নিয়ে
খুঁজছে আমায় হন্যে

তারাগুলো শুধু রূপ ঢেলেছিল
কৃষ্ণ আমার অঙ্গে
বলেছিল দূর বহুদূর থেকে
আমরা আছি না সঙ্গে?

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এএ

 


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।