ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

নতুন স্বপ্ন | নাজিয়া ফেরদৌস

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
নতুন স্বপ্ন | নাজিয়া ফেরদৌস

এ দিনের যত কচি কাচা এসো
নতুন স্বপ্ন নায়ে
আগামীর পথ মসৃণ করি
বিশ্বাসী তরু ছায়ে।

মুছে যাক যত ভয়-ভীতি, গ্লানি
একতায় হোক বল।


একসাথে বাই সত্যের নাও
ভুলে যাই সব ছল।

এখানে ফুটবে নতুন সূর্য
কলুষমুক্ত ভোর।
আগামীদিনের কচি-কাঁচা এসো
খুলে দাও নব দোর।

এখানে নাইরে কোনো ভেদাভেদ
কারো কোনো ভয় নাই।
এসেছি নতুন স্বপ্ন দেখাতে
তোমাদের দিদিভাই।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।