ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

দু’টি ছড়া | শাহজাহান মোহাম্মদ

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
দু’টি ছড়া | শাহজাহান মোহাম্মদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নবীন ভোর

গেলো দিন এলো বছর
খোলোহে শুভ্র দোর
জরাজীর্ণ ধুয়ে মুছে সব
জাগলো নবীন ভোর।
উদয় রবির নিষ্পাপ আলো
গুঁড়িয়ে অন্ধকার
নয় পরাজয় আনবো বিজয়
এটাই অঙ্গীকার।



ইচ্ছে ঘুড়ি

মনটা ছোটে ফুড়ুত ফুড়ুত
চড়ুই পাখির মতো
নীল আকাশে মেঘের ডানায়
ইচ্ছে ঘুড়ি কত।

জোসনা ভরা মায়ার আলো
গহিন মনের বাঁকে
হৃদয় কপাট ভেদ করে সব
স্বপ্ন ছবি আঁকে।

মনের মাঝে সন্ধ্যা তারা
আশার প্রদীপ নিয়ে
দেয় রাঙিয়ে হৃদয় উঠান
নানান রং দিয়ে।

ঝিকিরমিকির রোদের কিরণ
উথাল পাথাল মনে
মধুর সুরে গান গেয়ে যায়
দোয়েল কোকিল বনে।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।