ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

আমাদের ’৭১ | সৈয়দ ইফতেখার আলম

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
আমাদের ’৭১ | সৈয়দ ইফতেখার আলম

’৭১ আমার চেতনা
আমার চলার শক্তি
’৭১ আমার বিজয়
ভালোবাসার ভক্তি।

বিজয়ের মাসে বীরদর্পে বাঙালির নেই ভয়,
এগিয়ে যাবেই শত বাধা ঠেলে, পরাজিতদের ক্ষয়।



’৭১ আমার আগামী
স্বপ্ন দেখার পথ
’৭১ স্বাধীন দেশ
জয় উৎসবের রথ।

ওই স্বপ্ন বুকে সত্যি, হবেই হবে তো জয়...
মানবো না কোনো বাধা, অথবা কোনো সে ভয়।

’৭১ ইতিহাস
দেশ গড়ার শক্তি
’৭১ তো মহান,
সময়ের অভিব্যক্তি।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।