ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

পেলাম স্বাধীনতা | বিএম বরকতউল্লাহ্

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
পেলাম স্বাধীনতা | বিএম বরকতউল্লাহ্

হামলা করে ভেবেছিলি গামলা ভরে খাবি
রক্তনদী বইয়ে দিয়ে দেশকে হাতে পাবি।
ইচ্ছে মতো দেশ চালাবি সরিয়ে পথের বাধা
ভেবেছিলি বাঙালিরা মানুষ তো নয়, ‘গাধা’!

অন্ধকারে বুলেট-বোমায় কাঁপলো গোটা দেশ
হঠাৎ করে নিরীহ মানুষ করতে গেলি শেষ।


ভেবেছিলি এতেই বুঝি পালিয়ে যাবে তারা
তোদের ভয়ে বাঙালিরা হবে দিশেহারা?

অবশেষে ভাঙলো তোদের স্বপ্ন এবং আশা
গর্জে ওঠে নারী-পুরুষ এবং গাঁয়ের চাষা।
বীরবাঙালি উঠলো জেগে বাঁধলো কঠিন লড়াই
বুলেট-বোমায় রক্ত ঝরে আমরা কি আর ডরাই!

লড়াই লড়াই লড়াই করে পেলাম স্বাধীনতা
বিশ্বমাঝে রইলো জেগে বীরবাঙালির কথা।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।