ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

মুক্তিযুদ্ধের ভাস্কর্য– ২

চেতনার বিজয় ‘৭১’

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
চেতনার বিজয় ‘৭১’

ঢাকা: চলছে বিজয়ের মাস ডিসেম্বর। দীর্ঘ নয় মাস যুদ্ধ করে এ মাসেই বাঙালি অর্জন করে কাঙ্ক্ষিত বিজয়, লাল-সবুজ পতাকা।

মহান মুক্তিযুদ্ধ স্মরণে দেশের বিভিন্ন স্থানে নির্মিত হয়েছে ভাস্কর্য। এসব ভাস্কর্য বহন করে স্বাধীনতা যুদ্ধের নানা স্মৃতি।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অনেকেই দেখে থাকবে এসব ভাস্কর্য। অনেক ভাস্কর্য নির্মাণের পেছনে রয়েছে স্বাধীনতা সংগ্রামের একেকটি বাস্তব প্রেক্ষাপট।

এমনই একটি ভাস্কর্য বিজয় ‘৭১’।


বিজয় ‘৭১’
তোমরা তো জানোই মহান মুক্তিযুদ্ধে সব শ্রেণী-পেশার মানুষই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুদ্ধে অংশ নেয়। সেই অংশগ্রহণের প্রতীকী রূপ বিজয় ‘৭১’ ভাস্কর্য।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে স্থাপিত ভাস্কর্যটি শিল্পী শ্যামল চৌধুরীর নির্দেশনায় নির্মিত।

২০০০ সালের জুন মাসে বিজয় ‘৭১’ এর কাজ শেষ হয়।

চিনবে কী করে
ধবধবে সাদা এ ভাস্কর্যে তিনজন মুক্তিযোদ্ধার প্রতিকৃতি রয়েছে। একজন নারী, কৃষক ও এক ছাত্র মুক্তিযোদ্ধা। ভাস্কর্যে কৃষক মুক্তিযোদ্ধা স্বগর্বে জাতীয় পতাকা তুলে ধরেছেন। ডানে মুক্তিকামী সংগ্রামী বাঙালি নারীর আহ্বান। পাশেই গ্রেনেড ও রাইফেল হাতে দাঁড়িয়ে ছাত্র মুক্তিযোদ্ধা।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।