পাহাড় থেকে শীতের হাওয়া
আসে ধীরে ধীরে
গরিব ছেলে মাকে বলে
কাপড় গেছে ছিঁড়ে।
সন্ধ্যা হলে ঘরে ঘরে
কুয়াশা দেয় হানা
শীত তাড়াবার ফন্দিটুকু
নেই ছেলেটার জানা।
গাঁয়ের যত ছেলেমেয়ে
মিলল হাতে হাতে
গরিব ছেলের শীতের জামা
বিলিয়ে দিল রাতে।
হাতে হাতে হাত মেলালো
প্রাণে প্রাণে প্রাণ
উঠলো গেয়ে সুরে সুরে
শীত তাড়ানোর গান।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এএ