আকাশ জুড়ে চাঁদ ফোয়ারা
জোত্স্না চাদর ঘাস বিছানায়,
টিপ দিবি চাঁদ এই কপালে
দিয়ে যা না, আয়রে আয়।
চাঁদ হেসে যায় খুকি হাসে
তারা জ্বলে ওই ঝলমলে,
কপাল পেতে আছে খুকি
চাঁদ মামা টিপ দেবে বলে।
চাঁদ মামা তুই আয়না নেমে
খুকির চোখে এলো যে ঘুম,
খুকির পুরো কপাল জুড়ে
টিপ যা দিয়ে, দিয়ে যা চুম।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এএ।