ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

মেঘেদের বনে | মাহমুদ মেনন

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
মেঘেদের বনে | মাহমুদ মেনন

মেঘের দেশের উপর গিয়ে
তোমরা যদি যাও হারিয়ে
ছোট্ট খোকা, ছোট্ট খুকুর দল
 
দেখবে তবে রঙের খেলা
নিচে সাদা মেঘের ভেলা
মেঘের ফুল ফুটিয়ে শতদল
 
দেখবে তবে মেঘের বনে
অরুণ আলো সকল কোণে
জুড়েছে কোন আলো-ছায়ার খেলা
 
এ মেঘ থেকে ও মেঘ ছুটে
মাখবে গায়ে লুটেপুটে
মেঘের মাঝেই কাটিয়ে দেবে বেলা
 
দিন ফুরিয়ে সন্ধ্যা এলে
আবির মেঘের দেখা পেলে
কানে কানে বলো দুটি কথা
 
কোন সে কবি ছড়ায় করে
মেঘবারতা তোমার করে
পৌঁছে দিলো, জানিয়ে দিও যথা
 
প্রশ্ন জাগে কেমন করে
জানলে এমন বসেই ঘরে?
মেঘের দেশের কাব্য-ছড়া সব
 
জাহাজ চেপে ওই আকাশে
ঘুরে এলাম মেঘের দেশে
দেখে এলাম মেঘের কলরব।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।