ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

এবার হ্যারি পটার টিভি চ্যানেল!

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এবার হ্যারি পটার টিভি চ্যানেল!

ঢাকা: হ্যারি পটার ভক্তদের এবার ঘুম হারানোর পালা। উপন্যাস আর সেরা মুভির গণ্ডি পেরিয়ে আসছে হ্যারি পটার টিভি চ্যানেল! উত্তেজনায় পটার ভক্তদের চোখ ছানাবড়া হয়ে গেলো তো?

কিন্তু সারাজীবনের জন্য এ টিভি চ্যানেল পাবে না তোমরা।

যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, জার্মানি, অস্ট্রিয়া ও ইতালি নেতৃত্বাধীন স্কাই মুভিজ চ্যানেল ‘উইজার্ড ফিল্ম ফ্রেঞ্চাইজের’ সম্মানে মাত্র এক সপ্তাহের জন্য নিজ চ্যানেলের নাম হ্যারি পটারকে উৎসর্গ করবে ঘোষণা দিয়েছে।


আগামী ২৪ অক্টোবর (শনিবার) থেকে ২ নভেম্বর (সোমবার) পর্যন্ত চ্যানেলটি ‘স্কাই মুভিজ হ্যারি পটার’ নামে চলবে।
 
২৪ অক্টোবর থেকে স্কাই মুভিজ চ্যানেলে জে. কে. রাউলিংয়ের হ্যারি পটার সিরিজ অবলম্বনে চিত্রায়িত সব সিনেমা প্রচার হবে।


২০০১ সালে মুক্তিপ্রাপ্ত হ্যারি পটার অ্যান্ড দ্য সরসরার্স স্টোন থেকে শুরু করে ২০১১ সালের শেষ ছবি হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ-২ পর্যন্ত আটটি সিনেমাই দেখানো হবে এ সাত দিনে।

বলা বাহুল্য, হ্যারি পটার মুভি সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েল রেডক্লিফ, হার্মিয়ন গ্রেঞ্জার চরিত্রে এমা ওয়াটসন ও রন উইজলি চরিত্রে ছিলেন রুপার্ট গ্রিন্ট।


এক সপ্তাহ্ সময়টা কম হলেও সারাদিন হ্যারি পটারের সঙ্গে থাকতে পারাটা কিন্তু কম মজার নয়। কি বলো!

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।