ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

খেদাপাড়া | সুমন বিশ্বাস

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৫
খেদাপাড়া | সুমন বিশ্বাস

গোয়াল ভরা গরু আর
পুকুর ভরা মাছ
খেদাপাড়ায় এমন দৃশ্য
থাকে বারো মাস।
খেদাপাড়ার রাস্তা দিয়ে
যেও বাইক চড়ে
অনায়াসেই বুঝে যাবে
কারা বসত করে।


খেদাপাড়ার মানুষগুলো
নাদুস-নুদুস শরীর
নিত্য তারা আহারে খায়
মাখন-দধি-ক্ষীর।
ছোট্ট গাঁয়ের চারিকোলে
সবুজ রূপের বাস
শাক-সবজি, শস্য ফলে
ফলে সোনার আঁশ।
নানান জাতের গরুগুলো
পায় যে অনেক যত্ন
ঘোষপাড়ায় গরু যেন
হীরে-মানিক-রত্ন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।