ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বৈশাখ ছড়ায় নিত্য সৌরভ | বাসুদেব খাস্তগীর

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
বৈশাখ ছড়ায় নিত্য সৌরভ | বাসুদেব খাস্তগীর

চঞ্চল মন দেয় যে সাড়া
কী অপরূপ সাজে,
বরণ আর উৎসবের রং
প্রকৃতিরও মাঝে।

গাঁও গেরামের মেলায় মেলায়
নাটক, নাগর দোলা,
উল্লাসে আর উচ্ছ্বাসে আজ
বরণের দোর খোলা।



পুতুল নাচ আর বায়োস্কোপের
বসবে আসর মেলায়,
শিশু কিশোর নাচবে তা ধিন
মাতবে গাঁয়ের খেলায়।
জারি, সারি, ভাটিয়ালি
মধুর পালা গানে,
লোকশিল্পের জমবে মেলা
ছুটবে প্রাণের টানে।

পান্তা ভাত আর ইলিশ মাছে
রইবে সবাই মেতে,
গানে গানে নতুন দিনকে
ডাকবে দু’হাত পেতে।

দুঃখ জয়ের প্রার্থনাতে
আসুক সুখ ও শান্তি,
দূর হয়ে যাক অতীত দিনের
যত ভুল আর ভ্রান্তি।

বৈশাখ মানে বাঙালিদের
ইতিহাস ও গৌরব,
সত্য এবং মঙ্গলে তা
ছড়ায় নিত্য সৌরভ।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।