ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

মেলায় কেনা মাটির ঘোড়া রাস্তায় টগবগ | মিছিল খন্দকার

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৫
মেলায় কেনা মাটির ঘোড়া রাস্তায় টগবগ | মিছিল খন্দকার

একটুখানি মাইশা মনির
হলো ভীষণ শখ
মেলায় কেনা মাটির ঘোড়া
রাস্তায় টগবগ
দৌড়বে; সে পিঠের উপর
থাকবে বসে চুপ
ঘাড়ের কাছে ছড়ানো চুল
নেবে ঘুড়ির রূপ।

ভাবল আবার, এই শহরে
আছে ট্রাফিক জ্যাম
ঘোড়া হবে একই সাথে
উড়তেও সক্ষম,
বেশ তবে তো উড়লে কথা
হবে পাখির সাথে
বইয়ের মধ্যে নদী আছে
জানাবে সাক্ষাতে।



নদীর জলে ঢেউয়ের নাচন
রুই মাছের উৎপাতে
দাওয়াত করে মাছের পেটি
দেবে গরম ভাতে।
কিন্তু রাঁধতে জানে না সে
শিখবে হলে বড়,
মাটির ঘোড়া শোকেসে থাক
মাইশা এখন পড়ো।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।