ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ঘুমকাতুরে ভূত | ওবায়দুল সমীর

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৪ ঘণ্টা, মার্চ ৮, ২০১৫
ঘুমকাতুরে ভূত | ওবায়দুল সমীর

পড়তে বসে উবু হয়ে ঘুমিয়ে যারা পড়ো,
লেখাপড়া না শিখে কি পারবে হতে বড়ো?
জানি তুমি চাও শিখতে ক্লাসের সকল পড়া,
ঘুমটা এসে সব করে দেয় ভীষণ ছানাবড়া।

কিন্তু এ দোষ তোমার তো নয়, ঘুমকাতুরে ভূতের
চোখের পাতায় জেঁকে বসা ভূতটা তো নয় জুতের।


গভীর ঘুমে ডুবিয়ে তোমায় সব পড়া যায় খেয়ে,
ক্লাসে বসে পড়ার ভয়ে উঠছো ঘেমে নেয়ে।

জানি তুমি এ ভূতটাকে আনতে পারো বশে,
মনের ভেতর ইচ্ছেগুলো ধরতে হবে কষে।
পড়ার ইচ্ছে প্রবল হলে ভূত পালাতে বাধ্য,
চলার পথে বাধা হবে নেই যে কারো সাধ্য।



বাংলাদেশ সময়: ০৫৪৪ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।