ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ম্যাজিকে ফলকে বানাও প্রাণী

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
ম্যাজিকে ফলকে বানাও প্রাণী

ঢাকা: বন্ধুরা, তোমরা কি ফল খেতে ভালোবাসো? নাকি আম্মুর বকুনি খাওয়ার ভয়ে গপাগপ গিলে ফেল! হুম, আর চিন্তা নেই, আজ থেকে তোমার অপছন্দের যেকোনো ফলই হয়ে উঠবে রঙিন আর ইয়াম্মি!

ভ্রু কুঁচকে গেল! না, চিন্তার কিছুই নেই। এজন্য তোমাদের বেশি কিছুর প্রয়োজন হবে না।

লাগবে কিছু ফলমূল আর নিজের চিন্তা ক্ষমতা। যা দিয়ে ফলগুলো বদলে দিতে পারো নানারকম প্রাণীর রূপে।

তাহলে দেরি কেন! চল শিখে ফেলি ফলকে প্রাণী বানানোর ম্যাজিক।

কী চমৎকার শামুক তাই না! উজ্জ্বল হলুদ রঙের শরীর আর পিঠের দিকটা টকটকে লাল। দেখ, কমলা আর আপেল হয়ে গেল কী চমৎকার শামুক!

আপেলের অর্ধেকটা কেটে উল্টে দাও। এরপর ক্রিম দিয়ে বানানো মাথা আর হাত-পা জুড়ে দিলেই হয়ে যাবে কচ্ছপ। আর মৌমাছি বানাতে লেবুর গায়ে কালো রঙ দিয়ে ডোরা কেটে দাও। কাগজ দিয়ে পাখা বানিয়ে এবার টুথপিক দিয়ে লাগিয়ে দাও ডানা। আম্মুকে চমকে দিতে রেখে দিতে পারো রান্নাঘরে।

মিস্টার বার্টের সঙ্গে দেখা করতে চাও? আনারসের ওপর চোখমুখ এঁকেই দেখো, মিলে যাবে তার দেখা!

ওয়াজোসকির সঙ্গে কোন ফলের মিল আছে বলো তো! হুম, ঠিক ধরেছো, সবুজ আপেল। কাগজে একটা চোখ এঁকে লাগিয়ে দাও আপেলের গায়ে। আর লাল-সবুজ আপেল সারি করে মিলিয়ে বানাতে পারো শুয়োপোকা।

মাছটা কী সুন্দর নাদুস-নুদুস তাই না! কমলা দিয়ে সহজেই বানিয়ে ফেলো!

তিনটি পাখি বসে রয়েছে গাছের ডালে। পাখিগুলো বানানো হয়েছে কাওয়াই দিয়ে। আর সুন্দর কাঁকড়াটি তৈরি টসটসে পাকা কমলা দিয়ে।

বাহ, কী দারুণ লাল ইঁদুরের ছানা! তোমাদের পছন্দের স্ট্রবেরি দিয়েই এটি বানাতে পারো।

গাজর হয়ে গেলো সিল মাছ।

দেখ, আনারস আর কলা মিলে কী সহজেই হয়ে গেল পেঁচা।

আপেলের তৈরি হাতির বাচ্চাটি কিরকম তাকিয়ে আছে দেখো।

বন্ধুরা কেমন লাগলো ফল দিয়ে প্রাণী বানানোর জাদু? নিশ্চয়ই ভালো! বেশ, তাহলে লেগে পড়ো আর চমকে দাও বন্ধুদের।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।