ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

জাপার চট্টগ্রাম উত্তর জেলা সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
জাপার চট্টগ্রাম উত্তর জেলা সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের দলীয় গঠনতন্ত্রের ক্ষমতাবলে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলামকে আহ্বায়ক ও মো. সফিক উল আলম চৌধুরীকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম উত্তর জেলা শাখা সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন করেছেন। 

সোমবার (২৫ নভেম্বর) জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক এম.এ. রাজ্জাক খানের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সাবেক সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, দিদারুল কবির দিদার, শায়েস্তা খান চৌধুরী, এম.এ ছালাম, মেজবাহ উদ্দিন আকবর, মুক্তিযোদ্ধা আহমেদ হোসেন, লায়ন মহিন উদ্দিন, মো. আফসার উদ্দিন চৌধুরী, রেজাউল করিম বাহার, এ্যাড. সাহাব উদ্দিন মাহমুদ, মো. এরশাদ উল্লাহ, এস.এম লোকমান সিকদার, শেখ সফিউল আজম, এ.বি.এম জিল্লুর রহমান, মো. রফিকুল আলম, মো. রিজুয়ান চৌধুরী, মো. হাবিব উল্লাহ, মো. তাজুল ইসলাম, সার্জেন্ট মো. মনির, কে. এম জিয়াউল কবির, কাজী বোরহান, মো. আইয়ুব কোম্পানী প্রমুখ।



বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
এসএমএকে/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।