ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

দুস্থদের মধ্যে জাপার খাবার বিতরণ শনিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
দুস্থদের মধ্যে জাপার খাবার বিতরণ শনিবার

ঢাকা: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের চল্লিশা উপলক্ষে শনিবার (৩১ আগস্ট) সকাল থেকে সারাদেশে আলোচনা সভা, দেয়া-মাহফিল এবং দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হবে।

শুক্রবার (৩০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন থানায় দিনভর এ কর্মসূচিতে অংশ নেবেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

দুপুর দেড়টায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে (পাইওনিয়ার রোড, কাকরাইল) আলোচনা সভা, দোয়া ও মিলাদ-মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। অনুষ্ঠানে পার্টির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।