ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

ডেঙ্গু নির্মূলে কাজ করবে জাপা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৯
ডেঙ্গু নির্মূলে কাজ করবে জাপা

ঢাকা: ডেঙ্গু নির্মূল করতে জাতীয় পার্টি (জাপা) মাঠে থাকবে বলে জানিয়েছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেবা। 

তিনি বলেছেন, জাপা নেতাকর্মীরা ডেঙ্গু নির্মূলে কাজ করবে। জনগণকে সচেতন করতে নেতাকর্মীরা কাজ করছেন।

এ কার্যক্রম অব্যাহত থাকবে।  

বুধবার (০৭ আগস্ট)  রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অায়োজিত মানববন্ধনে জাপা নেতা টেবা এসব কথা বলেন।  

মানববন্ধনে বক্তব্য রাখেন জাপার প্রেসিডিয়াম সদস্য আলমগীর শিকদার লোটন, সংসদ সদস্য নাজমা বেগম, দপ্তর সম্পাদক লোকমান হোসেন, যুব সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহজাদা মিয়া ও বেলাল হোসেন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
টিএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।