ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

বগুড়া শহর ছাত্র সমাজের সদস্য সচিবকে বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, মে ১২, ২০১৬
বগুড়া শহর ছাত্র সমাজের সদস্য সচিবকে বহিষ্কার

বগুড়া: দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাতীয় ছাত্র সমাজ বগুড়া শহর শাখার সদস্য সচিব শামীম মন্ডলকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১২ মে) রাত ৮টার দিকে জেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক ফরহাদ আলী খোকন ও সদস্য সচিব সফিকুল ইসলাম রতনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার থেকে সংগঠনের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা থাকবে না। পাশাপাশি তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটি বরাবর সুপারিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, মে ১২, ২০১৬
এমবিএইচ/ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।