ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ইসলাম

মুনিরীয়া যুব তবলীগের ঐতিহাসিক তরিক্বত কনফারেন্স সোমবার

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
মুনিরীয়া যুব তবলীগের ঐতিহাসিক তরিক্বত কনফারেন্স সোমবার

ঢাকা: কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের ঐতিহাসিক তরিক্বত কনফারেন্স আগামী সোমবার (২০ জানুয়ারি) চট্টগ্রামের বায়েজিদ গাউছুল আজম কমপ্লেক্স ময়দানে অনুষ্ঠিত হবে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাগতিয়া আলীয়া গাউছুল দরবার শরীফের মহান মোর্শেদ আওলাদে রাসূল (দ.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী।  

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগ ও সিনেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- ঢাকা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আহসান উল্লাহ, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হযরতুলহাজ্ব অধ্যক্ষ আল্লামা শাব্বীর আহমদ মোমতাজী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম তালুকদার, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী, নানুপুর মাজহারুল উলুম গাউছিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মুছলেহ উদ্দিন আহমদ মাদানী, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসানী, মদিনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আবু মোহাম্মদ, এলবিয়ন গ্রুপের প্রধান উপদেষ্টা মোহাম্মদ নেজাম উদ্দিন, হাটহাজারী উত্তর মাদ্রাসা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ নূর খান প্রমুখ।

এতে সব আশেকে রাসূল ধর্মপরায়ণ মুসলিম মিল্লাতের প্রতি কনফারেন্স বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।