ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ইসলাম

বিশ্ব ইজতেমা: রোববার আখেরি মোনাজাত 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
বিশ্ব ইজতেমা: রোববার আখেরি মোনাজাত  বিশ্ব ইজতেমায় মুসল্লিরা।

গাজীপুর: বিশ্ব ইজতেমার ৫৫তম আসরের প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে রোববার (১২ জানুয়ারি)। জোহরের আগেই মোনাজাত অনুষ্ঠিত ও শেষ হবে বলে জানিয়েছেন বিশ্ব ইজতেমার মুরুব্বিরা।  

বিশ্ব ইজতেমার মুরুব্বি ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহম্মেদ জানান, রোববার (১২ জানুয়ারি) জোহরের আগেই আখেরি মোনাজাত অনুষ্ঠিত ও শেষ হবে। আখেরি মোনাজাতে দেশ বিদেশের কয়েক লাখ মুসল্লি অংশ নেবেন।

তবে এবার তুলনামূলক ভাবে মুসল্লির উপস্থিত সংখ্যা অনেক বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। ময়দানে জায়গা না হওয়ায় অনেক মুসল্লি সড়কের পাশে অবস্থান নিয়েছে।  

গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা’র আম বয়ানের মধ্যে দিয়ে শুরু হয় ইজতেমার প্রথম পর্ব। এরপর শুক্রবার (১০ জানুয়ারি) বাদ ফজর আম বয়ান করেন পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদ। পরে এ বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশি মাওলানা আব্দুল মতিন।  

এরইমধ্যে বিশ্ব ইজতেমা ময়দানে কয়েক লাখ মুসল্লি অবস্থান নিয়েছে। রোববার (১২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। পরে ১৭ জানুয়ারি ফের শুরু হবে ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ১৯ জানুয়ারি রোববার আখেরি মোনাজাতে শেষ হবে এবারের বিশ্ব ইজমেতা। এবার বিশ্ব ইজতেমার প্রথম পর্ব পরিচালনা করেন মাওলানা জোবায়ের অনুসারীরা। দ্বিতীয় পর্ব পরিচালনা করবেন সাদ অনুসারীরা।  

বাংলাদেশ সময়: ০৬৫৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০।
আরএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।