ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

মাসআলা

মোবাইলে টাকা রিচার্জের সময় টাকা বেশি দেওয়ার বিধান

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
মোবাইলে টাকা রিচার্জের সময় টাকা বেশি দেওয়ার বিধান ছবি : প্রতীকী

প্রশ্ন: সাধারণত আমি দোকান থেকে মোবাইলে টাকা রিচার্জ করি। রিচার্জের জন্য দোকানদারকে বিশ টাকা দিলে, তখন সে এক টাকা নিজে রেখে আমাকে ১৯ টাকা রির্চাজ করে দেয়। এক্ষেত্রে আমাদের লেনদেনে কমবেশি হওয়ার কারণে এটি সুদ হিসেবে গণ্য হবে? সঠিক তথ্য জানালে ভালো হয়।

আর যদি সুদ হয়, তাহলে বিগত দিনগুলোতে যে লেনদেন করা হয়েছে, তাতে উভয়ের হুকুম কী হবে? বিস্তারিত জানালে আমরা সকলেই উপকৃত হবো।

উত্তর: মোবাইলে টাকা রিচার্জের ক্ষেত্রে কম বেশি লেনদেন করা সুদ নয়।

কারণ এক্ষেত্রে একজাতীয় জিনিসের লেনদেন হয় না। কেননা মোবাইলে টাকা রির্চাজ করার মানে হচ্ছে, টেলি-যোগাযোগ সেবা ক্রয় করা। সুতরাং একদিকে টাকা অন্যদিকে মোবাইল অপারেটরের সেবা ক্রয় করা হচ্ছে। টাকার মোকাবেলায় টাকা হচ্ছে না। তাই মোবাইলে কম টাকা রির্চাজ হলেও তা সুদ হবে না।

সূত্র: খুলাসাতুল ফাতাওয়া: ৩/১০২; ফাতাওয়া হিন্দিয়া: ৩/১১৭; আদ্দুররুল মুখতার: ৫/১৭২)

প্রশ্নটি করেছেন: মাহবুবুল হাসান পলাশ, মুরাদনগর, কুমিল্লা

ইসলাম বিভাগে আপনিও প্রশ্ন পাঠাতে পারেন। প্রশ্ন ও লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।