ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

‘আমান সিম সাওতুল কোরআন’ প্রতিযোগিতায় খুলনার ৪ ক্বারি

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৮ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
‘আমান সিম সাওতুল কোরআন’ প্রতিযোগিতায় খুলনার ৪ ক্বারি ‘আমান সিম সাওতুল কোরআন’ প্রতিযোগিতায় খুলনার ৪ ক্বারি

খুলনা: দেশব্যাপী চলছে জাতীয় কেরাত প্রতিযোগিতা ‘আমান সিম সাওতুল কোরআন’। এতে প্রতিভাবান কারিদের খুঁজে বের করার প্রাথমিক প্রয়াস ‘অডিশন রাউন্ড’। দেশের মোট ১১টি জোনের মধ্যে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, বগুড়া, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী জোনের বাছাইপর্ব ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সে ধারাবাহিকতায় খুলনা জোনের প্রতিযোগিতায় ‘ইয়েস কার্ড’ পেয়েছেন ৪ জন প্রতিভাবান কারি।

আসন্ন মাহে রমজানে এসএ টিভির পর্দায় অনুষ্ঠিত হবে জাতীয় কেরাত প্রতিযোগিতা ‘আমান সিম সাওতুল কোরআন’ সিজন ফোর- ২০১৯।

বুধবার (১৪ মার্চ) দিনব্যাপী খুলনা শহরের নিরালা আবাসিক এলাকার তালুকদার কমিউনিটি সেন্টার অডিটোরিয়ামে প্রজাপতি মিডিয়া আয়োজিত কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এতে সর্বোচ্চ নম্বর পাওয়ায় ৪ জনকে ‘ইয়েস কার্ড’ প্রদান করেছেন বিচারক। ইয়েসকার্ড প্রাপ্তরা হলেন- খুলনা পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী জি.এম. আরাফাত ইসলাম ফয়সাল, দারুল উলুম মাদরাসার মো. হাবিবুর রহমান রুম্মান, তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসার সাঈদ আহমাদ এবং মো. মুহিব্বুল্লাহ।

প্রতিযোগিতায় বিচারক ছিলেন, মাওলানা সোলাইমান হোসাইন, হাফেজ ক্বারী মাসউদুর রহমান, ক্বারী লোকমান হোসাইন, রবিউল ইসলাম ফয়সাল। সমাপ্তি অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আমান সিমেন্ট মিলস লিমিটেডের ডি.জি.এম (বিক্রয় ও বিপনন) মুহাম্মদ আরিফ উল আলম। বিশেষ অতিথি ছিলেন আমান সিমেন্ট খুলনা জোনের ডেপুটি ম্যানেজার মো. আনোয়ার হোসেন শরীফ এবং আমান সিম খুলনার ডিলার শেখ মামুনুর রশীদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রজাপতি মিডিয়া লিমিটেডের সহকারী পরিচালক অপু চন্দ্র সরকার। অতিথিরা ‘ইয়েস কার্ড’ প্রাপ্তদের হাতে কার্ড তুলে দেন।  

প্রসঙ্গত জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী প্রথম স্থান অধিকারী ১ লাখ, দ্বিতীয় অধিকারী ৭৫ হাজার এবং তৃতীয় স্থান অধিকারী পাবে ৫০ হাজার টাকা । এছাড়াও প্রথম স্থান অর্জনকারীর জন্য ‘ঢাকা ট্যুরিস্ট’এর সৌজন্যে কক্সবাজার ভ্রমণ এবং অংশগ্রহণকারী অন্য সব কারিদের জন্য আকর্ষণীয় পুরস্কার থাকছে।

ইসলাম বিভাগে আপনিও লিখতে পারেন। লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
এসএমএস/এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।