ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

বাংলাদেশে এলেন বিশ্বনন্দিত আলেম মাওলানা জায়েদ মাজাহিরি

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
বাংলাদেশে এলেন বিশ্বনন্দিত আলেম মাওলানা জায়েদ মাজাহিরি মাওলানা জায়েদ মাজাহিরি

ঢাকা: ভারতের ঐতিহাসিক দ্বীনি শিক্ষানিকেতন দারুল উলূম নদওয়াতুল উলামার হাদিস ও ফিকহের উসতাজ এবং তাবলিগের চলমান সংকটের উত্তরণের লক্ষ্যে লিখিত ‘তাবলিগ সিরিজ’র অধিকাংশ বইয়ের রচয়িতা মাওলানা জায়েদ মাজাহিরি বাংলাদেশে সফরে এসেছেন।

শুক্রবার (১৫ মার্চ) বেলা ১২টায় তিনি বাংলাদেশে এসে পৌঁছেন।

তিনি ভারতের অন্যতম বিচক্ষণ, ভারসাম্যপূর্ণ চিন্তাবিদ ও উম্মাহর দরদি বুযুর্গ হিসেবে পরিচিত।

দীর্ঘ দিন তিনি হজরত মাওলানা সাইয়্যেদ সিদ্দিক আহমদ বান্দাবি (রহ.)-এর সংশ্রবে ছিলেন। তার তত্ত্বাবধানে থেকে আত্মশুদ্ধির মেহনত করে তার কাছ থেকে খিলাফত লাভ করেছেন।  

তার রচনাবলির সংখ্যা দেড় শতাধিক। তার জ্ঞানঋদ্ধ ও গবেষণালব্ধ বইগুলো দেখে ভারতের বড় বড় মুসলিম মনীষীরা তার ওপর আস্থা জানিয়ে প্রশংসা করেছেন। শেকড়স্পর্শী অধ্যয়ন, বিস্তৃত ইলম ও পোক্ত প্রজ্ঞার প্রমাণ বহন করে।

শুক্রবার (১৫ মার্চ) বাদ ঈশা মিরপুর কেন্দ্রীয় মসজিদে (মিরপুর-১১। ডেল্টা হাসপাতালের নিচে) তার বয়ান করার কথা রয়েছে। পরদিনও বাংলাদেশে তার বিভিন্ন ধর্মীয় প্রোগ্রাম রয়েছে।

ইসলাম বিভাগে আপনিও লিখতে পারেন। লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।