ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ইসলাম

মধ্য এশিয়ার সর্ববৃহৎ মসজিদ উদ্বোধন কিরগিজস্তানে

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৮
মধ্য এশিয়ার সর্ববৃহৎ মসজিদ উদ্বোধন কিরগিজস্তানে

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে উদ্বোধন করা হলো মধ্য এশিয়ার সর্ববৃহৎ মসজিদ। এটি ‘কেন্দ্রীয় ইমাম সেরাহসি মসজিদ’ নামে পরিচিত হচ্ছে।

অটোম্যান নকশা ও কারুকার্যে নির্মিত মসজিদটি
তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়্যব এরদোগান গত ১ সেপ্টেম্বর মসজিদটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে দুই দেশের আরও গুরুত্বপূর্ণ ধর্মীয় ব্যক্তিত্ব ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

মসজিদটি অটোম্যান নকশা ও কারুকার্যে নির্মিত
তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আশা করছি, এই মসজিদ কিরগিজস্তান ও তুর্কি জনগণের মধ্যে ইতিহাস-ঐতিহ্য, ভাষা, সভ্যতা-সংস্কৃতি, বিশ্বাস, চেতনাবোধ ও ভ্রাতৃত্বের স্মারক হয়ে থাকবে। পাশাপাশি মসজিদটি দুই দেশের মধ্যে একতা ও শান্তি আনবে। আমরা পৃথক রাষ্ট্র হলেও এক জাতি। সবকিছুর ওপরে আমরা মুসলিম উম্মাহ।

সম্মুখ থেকে দৃষ্টিনন্দন মসজিদটিমসজিদটিতে ৩৭ মিটার লম্বা গম্বুজ এবং ৪টি সুরম্য মিনার রয়েছে। আয়তন ৭ হাজার স্কয়ার মিটার। এখানে ২০ হাজার মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারবেন। অটোম্যান নকশা ও কারুকার্যে মসজিদটি তৈরিতে প্রায় ৬ বছর সময় লেগেছে।

সামনে থেকে দৃষ্টিনন্দন মসজিদ
মসজিদটি সামাজিক ও ধর্মীয় কমপ্লেক্স হিসেবে ব্যবহার করা হবে। এর প্রাঙ্গণে ধর্মীয় শিক্ষা প্রদানের ব্যবস্থা থাকবে।  

সুবিশাল ও দৃষ্টিনন্দন মসজিদটি নির্মাণের যাবতীয় খরচ বহন করেছে তুরস্ক সরকার।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।