ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ইসলাম

হজের ফিরতি ফ্লাইট সোমবার শুরু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৮
হজের ফিরতি ফ্লাইট সোমবার শুরু 

ঢাকা: আগামী সোমবার (২৭ আগস্ট) থেকে হজ যাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে। যা চলবে ২৬ সেপ্টেম্বর (বুধবার) পর্যন্ত। ঢাকা ও মক্কা হজ অফিস সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 

সূত্র বলছে, চলতি বছরের পবিত্র হজব্রত পালনে ৩৭১টি হজ ফ্লাইটে ব্যবস্থাপনা সদস্যসহ এক লাখ ২৭ হাজার ২৯৮ যাত্রী সৌদি আরব গেছেন। এর মধ্যে হজ পালনে গেছেন ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজযাত্রী।

 

ধর্ম মন্ত্রণালয় অনুমোদিত ৫২৮টি এজেন্সির মাধ্যমে এবার ১ লাখ ২০ হাজার লোক হজ পালনে গেছেন। গত ২০ আগস্ট পবিত্র হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।  

এর আগে গত ১৪ জুলাই থেকে হজ পালনের জন্য সৌদি আরব যান হাজীরা।  

এদিকে মক্কা হজ অফিস জানায়, এ বছর হজ পালন করতে গিয়ে ১৩ জন নারীসহ ৮৬ হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে মক্কায় ৪৯ জন, মদিনায় ৭ জন, জেদ্দায় ২ জন, মিনায় ১৮ জন এবং আরাফায় ১০ জন হজযাত্রীর মারা যান।  

এছাড়া চলতি বছর সৌদি আরবে চিকিৎসা কেন্দ্র থেকে ৫১ হাজার ৮৮১ জন হজযাত্রী চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে সূত্র।  

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।